প্রথমে Kahf Kids App ফ্রি install করে নিবেন। যদি ইতোমধ্যেই install করা থাকে তাহলে ধাপ ০২ থেকে অনুসরণ করুন। যদি install করা না থাকে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ০১:
Google Play Store বা App Store এ যেয়ে kahf লিখে সার্চ করুন। অতপর: কাহাফ কিডসে প্রবেশ করে install বাটনে ক্লিক করুন। install হওয়ার পর open এ ক্লিক করুন। নিচের স্ক্রিনশটে দেওয়া ১,২,৩,৪,৫,৬ ইত্যাদি অনুসরণ করুন।



ধাপ ০২:
যদি কাহফ কিডস app ইতমধ্যে ইনস্টল করা থাকে তাহলে Course (9) অপশনে ক্লিক করতে হবে। অতপর Login (11) অপশনে ক্লিক করে লগইন করে নিতে হবে। আপনার জিমেইল একাউন্ট দিয়েই লগইন করতে পারবেন। নিচের স্ক্রিনশটে দেওয়া ৯,১০,১১,১২,১৩ ইত্যাদি অনুসরণ করুন।







ধাপ ০৩:
লগইন হয়ে গেলে এবার হোমপেজে যেতে হবে। কাহফ কিডস এর লোগোতে (14) ক্লিক করলে সাইটের হোমপেজে নিয়ে যাবে।সেখানে প্যারেন্টিং কনফারেন্স বা যে কোর্সের একসেস চান সেটিতে ক্লিক করতে হবে। এরপর কোর্স ডেসক্রিপশন পেজে স্ক্রল (15) করলে Register Now (18) বাটন আসবে সেখানে ক্লিক করতে হবে। নিচের স্ক্রিনশটে দেওয়া ১৪,১৫,১৬,১৭,১৮ ইত্যাদি অনুসরণ করুন।





ধাপ ০৪:
এবার আপনাকে কার্ট পেজে নিয়ে যাবে। উপরে স্ক্রল (19) করলে কুপন কোড ঘর (20) দেখতে পাবেন। যারা ইতোমধ্যে গুগল ফরমে পারচেজ করেছিলেন তাদেরকে একটি কুপন কোড মেইল করা হয়েছিল। সেই কূপন কোডটি এখানে লেখে Validate (21) এ ক্লিক করবেন। এরপর The coupon is valid লেখা আসলে নিচে স্ক্রল করে Checkout (24) বাটনে ক্লিক করবেন। যারা আগে পারচেজ করেননি বা কোন কুপন কোড পাননি তারা কুপন কোড ঘরটি ফাঁকা রেখে ডিরেক্ট Checkout (24) বাটনে ক্লিক করবেন।



ধাপ ০৫:
চেকআউট পেইজে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে দেখাবে। আপনি চাইলে বিকাশের (29) মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যারা দেশের বাইরে থেকে পেমেন্ট করতে চান তারা Stripe এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। দেশের মধ্যেও কেউ কার্ডে পেমেন্ট করতে চাইলে বা নগদ, সেলফিন, এমক্যাশ ইত্যাদির মাধ্যেম পেমেন্ট করার জন্য Sslcommerz (25) সিলেক্ট করতে হবে। পেমেন্ট গেটওয়ে (bKash / Stripe / Sslcommerz) সিলেক্ট করার পর নিচে i agree to accept… বাটনে টিক মার্ক দিতে হবে। এরপর Start Payment বাটনে ক্লিক করতে হবে।
নগদ, সেলফিন, কার্ড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে নিচের স্ক্রিনশটে দেওয়া ২৫,২৬,২৭…. ইত্যাদি অনুসরণ করুন।



বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে নিচের স্ক্রিনশটে দেওয়া ২৯,৩০,৩৩১…. ইত্যাদি অনুসরণ করুন।



ধাপ ০৬:
পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে My Purchases পেজে নিয়ে আসবে। এখানে কোর্স নামের পাশে তিনটা ডট বাটনে (35) ক্লিক করলে learning page (36) অপশনটি দেখাবে। Learning Page (36) বাটনে ক্লিক করে আপনি রেকর্ড/কোর্সটি দেখতে পারবেন। প্লে বাটনে ক্লিক করলে ভিডিও গুলো প্লে হবে। নিচের স্ক্রিনশটে দেওয়া ৩৫,৩৬,৩৭ ইত্যাদি অনুসরণ করুন।



ধাপ ০৭:
অন্যান্য কন্টেন্টগুলো দেখতে তিন ডটের মেনুবারে (38) ক্লিক করে যেই কন্টেন্টটি দেখতে চান সেটিতে ক্লিক করলেই সেই কন্টেন্টটি ওপেন হবে। নিচের স্ক্রিনশটে দেওয়া ৩৮,৩৯,৪০,৪১ ইত্যাদি অনুসরণ করতে পারবেন।



যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, লগইন করেছেন তারা পরবর্তীতে কিভাবে সেশন কন্টেন্টগুলো দেখতে পারবেন?
ধাপ ০৮:
লগইন করার পর প্রোফাইল বাটনে (42) ক্লিক করবেন যেখানে আপনার নাম দেখবে। এরপর My Courses (43) বাটনে ক্লিক করতে হবে। নিচের স্ক্রিনশটে দেওয়া ৪২,৪৩ অনুসরণ করুন। এরপর ধাপ ০৬ এর মতো করে যেকোন সময় এই প্রসেস অনুসরণ করে কন্টেন্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ।



কাহফ কিডসের ব্যাপারে কোন ফিডব্যাক / রিভিউ থাকলে অনুগ্রহ করে নিচের ফর্মে জানাবেন:
Open Form